নবাই সন্যাসীর ভিটা। হিন্দু সম্প্রদায়ের তীর্থ স্হান ।এখানে অনেক দিন আগের কথা নবাই নামে একজন বসবাস করত ঐ খানে পানির খুব অভাব ছিল এর গংলগ্ন যাদব পুর গ্রাম এই গ্রাম থেকে পানি সংগ্রকরে ব্যবহার করত এবং পানি পান করত কিন্তু ঘটনাক্রমে একদিন ভাতের চাউল ধূয়াপানি দিয়ে তার পা ধৌত করে তার মা রাগ করে এবং ছেলেকে বকাবকি করে। ছেলেরাগকরে যতদুর যায় কুব খনন হতে হতে যায় যার কারনে মাঝখানে ভিটা তিনপাশে পানি মায়ের কথা রেখে যাদব পুর যাওয়া আসার একটি রাস্তা রাখে।এখানে প্রতি বছর হিন্দু সম্প্রদায় বিভিন্ন অনুষ্টান সূচী পালন করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS